শিক্ষাঙ্গন

সংবৃত্তা আবৃত্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কবি নজরুল কলেজ

সংবৃতা আবৃত্তি উৎসব- ২০১৯ এ বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন কবি নজরুল সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মাহফুজ আহমেদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিত্তিক আবৃত্তি সংগঠন সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্যভুক্ত একটি আবৃত্তি সংগঠন। সংবৃতা প্রতি দুই বছর পরপর একটি প্রতিযোগিতামূলক আবৃত্তি উৎসবের আয়োজন করে থাকে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা দুই দিনব্যাপী এই উৎসবে দেশের প্রায় ছয় শতাধিক বাছাই করা প্রতিযোগী অংশ নেয়। এতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সকল বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে ১ম স্থান অধিকার করেছেন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মাহফুজ আহমেদ। ২য় স্থান অধিকার করেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ এর মশিউর রহমান, ৩য় স্থান অধিকার করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের মৃত্তিকা মোস্তফা জীম, ৪র্থ স্থান অধিকার করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফারহানা কবির প্রতি। ৫ম স্থান অধিকার করেন ইডেন মহিলা কলেজের লামিয়া ফারজানা হৃদি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ‘সংবৃতা’র সভাপতি এ কে এম সামসুদ্দোহা, সাধারণ সম্পাদক শামসুজ্জামান বাবু, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকামউল্লাহ, আবৃত্তি শিল্পী ও ভাষাসৈনিক আশরাফুল আলম, আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায় এবং ভারতীয় আবৃত্তিশিল্পী মুনমুন মুখার্জী।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button