সারাদেশ

সড়ক দূর্ঘটনা এড়াতে নওগাঁয় টায়ার রিসয়েলিং কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সড়ক দূর্ঘটনা এড়াতে প্রশাসনের হস্তক্ষেপে নওগাঁর বালুডাঙ্গা এলাকার বরুনকান্দি নামক স্থানে আসাদুল টায়ার রিসাইক্লিং কারখানা ও জলিল পার্কের সামনে ঢাকা টায়ার রিসাইক্লিং কারখানায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান রোববার সন্ধ্যায় এ ভ্রাম্যমান আদালত মোট ৪০হাজার টাকা জরিমানা করেন।

নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান বলেন, ক্ষয় হয়ে যাওয়া পুরাতন টায়ার রাতের আধারেই রিসয়েলিং এর নামে একেবারে চকচকে নতুন আকারে তৈরি করে আসছিলেন কতিপয় অসাধু চক্র। দামে সস্তা এই টায়ার গাড়িতে ব্যবহার করার কারনে ব্রেক ফেল, টায়ার বাস্ট সহ নানা রকম সমস্যা হতে পারে এবং ঘটতে পারে মারাতœক দূর্ঘটনা।

এ বিষয়ে নওগাঁ বিআরটিএ এর সহকারী পরিচালক (ইঞ্জিং) মো. এটিএম ময়নুল হাসান বলেন, পুরনো এসব টায়ার রিসয়েলিং করে ব্যবহার করা অত্যন্ত বিপদজনক। এটি সড়ক দূর্ঘটনার অন্যতম একটি কারন।

এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ সদর মডেল থানার এস আই সাইফুল ইসলাম, এ এস আই জুয়েল ইসলাম ও তাদের সঙ্গীয় ফোর্স।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button