দুর্যোগসারাদেশ

১০৭১ বোতল ফেনসিডিল-অস্ত্রসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর গাবতলী এলাকা থেকে অস্ত্রধারী তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার তাদের গ্রেফতার করা হয়।

এসময় জব্দ করা হয় ১টি পিস্তল, ১টি শ্যুটারগান, ১০৭১ বোতল ফেনসিডিল, নগদ টাকা ও পরিবহনে ব্যবহৃত ট্রাক।

একথা নিশ্চিত করেছেন র‌্যাবের মিডিয়া শাখার সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. শাহজালাল বুলেট (৩২), মো. নাসির (৩৫) ও মো. ফারুক হোসেন (২৮)।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল দারুস সালাম থানার গাবতলী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এক হাজার ৭১ বোতল ফেনসিডিল, ফেনসিডিল বহনের কাজে ব্যবহৃত ট্রাক, বিদেশি পিস্তল একটি, দেশীয় ওয়ান শুটারগান একটি, ম্যাগজিন একটি, গুলি দুই রাউন্ড, ফেন্সিডিল বিক্রির নগদ টাকাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মিজানুর রহমান জানান, আটককৃতদের নামে বিভিন্ন থানায় ১০টিরও বেশি মাদক মামলা রয়েছে। আসামিরা অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করতো না। কেউ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতো তারা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button