জাতীয়

করোনা শনাক্তের কিটসহ চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে চীন

করোনাভাইরাস শনাক্তের জন্য প্রয়োজনীয় কিটসহ বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জামাদি পাঠাচ্ছে চীন। ঢাকায় চীনা দূতাবাস থেকে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

বুধবার সন্ধ্যায় ঢাকায় চীনা দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চীনের সহায়তার মধ্যে থাকবে করোনা শনাক্তের কিট। এর পাশাপাশি মহামারী ঠেকানোর জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বাংলাদেশকে সরবরাহ করবে দেশটি।

চীনা দূতাবাস বলছে, বাংলাদেশ চীনের বন্ধুরাষ্ট্র। করোনাভাইরাস নিয়ে যে মহামারী পরিস্থিতি তৈরি হয়েছে, তা প্রতিরোধে চীন সময়ই বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে কাজ করবে।

চীনের উহান থেকে শহর থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি এরই মধ্যে বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। বিশ্বব্যাপী এরই মধ্যে ৮ হাজার ৮৪৫ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছে ২ লাখ ১০ হাজার ৯২৬ জন। ইউরোপ-আমেরিকায় ভয়াবহ আকার ধারণ করলেও উৎপত্তিস্থল চীনে অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে জীবন যাপন। নতুন করে আক্রান্তের সংখ্যাও নেমে এসেছে শূন্যের কোটায়।

 

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button