ঢাকা বিভাগসারাদেশ

টাঙ্গাইলের মধুপুরে দুই সন্তানসহ বাবা-মাকে গলাকেটে হত্যার মামলার মূল হোতা গ্রেফতার

ডেস্ক রিপোর্টঃ টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মাস্টার পাড়া এলাকার আব্দুল গনি সহ তার পরিবারের আরও ৩ জন সদস্যকে গত ১৫ জুলাই,বুধবার দিবাগত রাতে হত্যা করা হয় । গত ১৭ জুলাই শুক্রবার সকাল বেলা আব্দুল গনি সাহেবের বাসা থেকে দুর্গন্ধ বের হলে আব্দুল গনি সাহেবের শাশুড়ি ও এলাকার লোকজনের মাধ্যমে দরজা ভেঙে ভিতরে এই মর্মান্তিক হত্যাকান্ড  প্রকাশ পায়, নিহত ব্যক্তিরা হলো- আব্দুল গনি(৪৫), তার স্ত্রী তাজিরন বেগম(৩৮), পুত্র তাজেল(১৭) ও ছোট কন্যা সাদিয়া(০৮)। ঘটনার পর থেকে  র‌্যাব-১২ সকল প্রকার গোয়েন্দা নজরদারি শুরু করে।এর ধারাবাহিকতায়  আজ ১৯ জুলাই, রবিবার সকাল ০৮ ঘটিকায় হত্যাকান্ডের প্রধান আসামি মোঃ সাগর আলী(২৭),পিতাঃ মগবর আলী, গ্রামঃ- ব্রাক্ষনবাড়ি,ডাকঘরঃ আম বাড়িয়া,থানাঃ মধুপুর,জেলাঃ টাঙ্গাইল কে নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞেসাবাদে সে হত্যাকান্ডের সত্যতার কথা স্বীকার করলে জানা যায় যে,ভুক্তভোগী আব্দুল গনি সুদের ব্যবসা করতো।আসামি সাগর আলীর সাথে পূর্বেথেকেই সুদের লেনদেন ছিলো।আসামি বেশ কয়েকবার সুদের টাকা দিতে ব্যর্থ হয়।  গত মঙ্গলবার আব্দুল গনির কাছে  পুনরায় ২০০/- (দুইশত টাকা) এর জন্য গেলে তাকে অনেক বকাঝকা করে তাড়িয়ে দেয়া হয়। এতে সাগর অপমান বোধ করলে তার অপর এক সহযোগীকে নিয়ে হত্যা এবং টাকা পয়সা ও সম্পদ লুণ্ঠনের পরিকল্পনা করে।পরিকল্পনা অনুযায়ী সাগর তার সহযোগীকে নিয়ে বুধবার দিবাগত রাত আনুমানিক ১০ ঘটিকায় ভুক্তভোগী গনির বাসায় যায়।যাওয়ার পূর্বে সাগরের সহোযোগী বাজার থেকে চেতনা নাশক নিয়ে যায়। আসামি ভুক্তভোগীর পূর্বপরিচিত হওয়ায় খুব স্বাভাবিক ভাবে বাসায় ঢোকার অনুমতি পায়। আকস্মিক ভাবে চেতনা নাশক ব্যবহার করে গনিকে অচেতন করে। পরিবারে সবাই ঘুমে থাকায় অচেতন করতে সহজতর হয়।সবাইকে ঠান্ডা মাথায় ভুক্তভোগীর বাসায় ব্যবহৃত কুরাল ও আসামিদের ব্যবহৃত ধারালো অস্ত্র দিয়ে প্রত্যেককে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। গৃহ ত্যাগ করার পূর্বে বাসার মূল্যমান জিনিসপত্র নিয়ে পলায়ন করে এবং বাসার বাহির থেকে তালা মেরে পালিয়ে যায়। আসামির স্বীকারউক্তি অনুযায়ী পরবর্তীতে আসামির বোনের বাড়ি, গ্রামঃ- ব্রাক্ষনবাড়ি (মজিদ চালা), থানাঃ- মধুপুর,জেলাঃ টাঙ্গাইল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো চাকু ও লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়।অপর সহযোগীকে গ্রেপ্তার করতে র‌্যাব-১২ এর অভিযান চলমান রয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button