রাজশাহী বিভাগসারাদেশ

টিএমএসএস ডমেস্টিক এমপ্লয়মেন্ট এজেন্সীর উদ্যোগে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

টিএমএসএস ডমেস্টিক এমপ্লয়মেন্ট এজেন্সী (টিডিইএ)’র উদ্যোগে সোমবার টিএমএসএস ফাউন্ডেশন অফিস ঠেঙ্গামারা বগুড়ায় সংস্থার কনফারেন্স রুমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস এর পরামর্শক কৃষিবিদ মোঃ আসাদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস এর পরিচালক শাহ্জাদী বেগম, টিএমএসএস নর্দান রিক্রুটিং এজেন্সী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুর রউফ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন টিএমএসএস ডমেস্টিক এমপ্লয়মেন্ট এজেন্সী’র ব্যবস্থাপনা পরিচালক সহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস এর পরিচালক মোঃ আব্দুস সালাম। অনুষ্ঠানে বক্তারা বলেন প্রশিক্ষণ মানুষকে দক্ষ জনবলে পরিণত করে। প্রশিক্ষণ নিয়ে নিজেকে দক্ষ করে তুললে, চাকুরীর অভাব হয় না। বিদেশে দক্ষ জনবলের অভাব রয়েছে। তাই সঠিক ভাবে প্রশিক্ষণ নিয়ে দক্ষ জনবলে পরিণত হলে বিদেশেও চাকুরির সুযোগ রয়েছে। তাই নিজেকে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করতে হলে প্রশিক্ষণের কোন বিকল্প নাই। প্রশিক্ষণে ওরিয়েন্টেশন, টিএমএসএস’র চাকুরীবিধিমালা, টিডিইএ’র নীতিমালা, পরিবার পরিকল্পনা, অন্ধত্ব প্রতিরোধ, ডায়ারিয়া প্রতিরোধ, চর্ম ও যৌন রোগ, এইচআইভি/ এইডস, আর্সেনিক ও মাদকদ্রব্য ব্যবহারের ক্ষতিকর দিক, গর্ভবতী মায়ের যতœ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, সংক্রামক ব্যাধি প্রতিরোধ, স্যানিটেশনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button