রংপুর বিভাগসারাদেশ

ভুরুঙ্গামারীতে নতুন করে ১জন গৃহবধু করোনা পজিটিভ

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নতুন করে একজন গৃহবধুর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৬ জনে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোঃ সায়েম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলে ১ জনের শরীরে কোভিড-১৯ সনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা পজিটিভ সনাক্ত ওই গৃহবধুর বয়স ৩০ বছর। তার উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ গ্রামে। গত ২৫ জুলাই তার নমুনা সংগ্রহ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোঃ সায়েম জানান, নতুন করে করোনা পজিটিভ সনাক্ত ওই গৃহবধু উপসর্গবিহীন বর্তমানে তিনি হোম আইসোলোশনে আছেন। আক্রান্ত ব্যক্তির শারিরীক অবস্থা পর্যবেক্ষন করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেল স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, উপজেলায় এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৪৯টি। আক্রান্ত হয়েছেন ৩৬ জন। সুস্থ হয়েছেন ২৮ জন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button