সারাদেশ

ধামইরহাটে বাল্য বিবাহ দেওয়ার অপরাধে পিতাকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মেয়েকে জোর করে বাল্য বিবাহ দেওয়ার অপরাধে পিতাকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, উপজেলার বীরগ্রাম গ্রামের শরিফ বাবুর মেয়ে বীরগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনির শিক্ষার্থী (১৩)কে জোর করে বিয়ে দিচ্ছেন এমন অভিযোগ প্রধান শিক্ষক খুরশিদা আকতার খুশিকে জানিয়ে ভিকটিম বলেন, মেডাম আমাকে বাঁচান। নিরুপায় হয়ে প্রধান শিক্ষক ইউএনও, উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করেন। এ খবর নিতে মেয়ের মাকে উপজেলা প্রশাসন থেকে ফোন করা হলে মেয়ের বিয়ে দিবেনা মর্মে মৌখিক ভাবে অঙ্গীকার করেন। এমতাবস্থায় গত ২১ ফেব্রুয়ারী স্থান পরিবর্তন করে ১নং ধামইরহাট ইউনিয়নের কাজী ও রুপনারায়নপুর-কোকিল গ্রামের কাজি সম্মিলিত ভাবে আলিম মাদরাসার প্রভাষক ফজলুর রহমান এর কাছে জেনে-শুনেবাল্য বিবাহ রেজিষ্ট্রি সম্পাদন করেন। খবরটি এলাকায় প্রকাশ হলে ২৫ ফেব্রুয়ারী রাত ৮ টায় উপজেলা নির্বাহী অফিসার গনপতিরায়, উপজেলা শিক্ষা অফিসার মাহফুজুর রহমান ও মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মিজানুর রহমান থানা পুলিশকে সাথে নিয়ে ঘটনা স্থলে গিয়ে ভিকটিমের স্বীকারোক্তি শুনে বাল্য বিবাহ দেয়ার অপরাধে ভিকটিমের পিতা শরিফবাবু (৫২)কে মোবাইল কোটে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট গনপতি রায়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button