বিজ্ঞান ও প্রযুক্তি

নতুন রেকর্ডের পথে উইন্ডোজ ১০

মাইক্রোসফটের ‘উইন্ডোজ’ অপারেটিং সিস্টেম পৃথিবীর প্রায় ৯৫ শতাংশ কম্পিউটারে ব্যবহার করা হয়। এর সর্বশেষ সংস্করণ ‘উইন্ডোজ ১০’ নতুন রেকর্ডে পথে। ধারণা করা হচ্ছে, ২০২০ সালের মধ্যে ১০০ কোটি ডিভাইসে চলবে এই অপারেটিং সিস্টেম। বর্তমানে ৯০ কোটিরও বেশি ডিভাইসে চলছে ইউন্ডোজ ১০।
চলতি বছরের মার্চে উইন্ডোজ ১০ ব্যবহারকারীর সংখ্যা ছিল ৮০ কোটি। মাত্র ছয় মাসের মধ্যে ১০ কোটি নতুন ডিভাইস পায় মাইক্রোসফট। এই ধারাবাহিকতা বজায় থাকলে আগামী বছরের শুরুর দিকে শতকোটির মাইফোলক অতিক্রম করত পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২০১৫ সালে উইন্ডোজ ১০ চালু হয়। গত ১২ মাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ উইন্ডোজ ১০ ডিভাইস ব্যবহার করা শুরু করেছে। উইন্ডোজ ১০ এর ডিভাইসগুলোর মধ্যে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট ও এক্সবক্স ওয়ান অন্তর্ভূক্ত রয়েছে।

মাইক্রোসফট আগেই বলেছিল, ২০২০ সালের জানুয়ারীতে উইন্ডোজ ৭ বন্ধ করার পরিকল্পনা রয়েছে। সেহেতু অনেকেই উইন্ডোজ ৭ এর পরিবর্তে উইন্ডোজ ১০ ব্যবহার করা শুরু করেছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button