সারাদেশ

খুলনা মেডিকেলের সহকারী অধ্যাপক করোনায় আক্রান্ত

খুলনায় এবার একজন সরকারি চিকিৎসক কোভিড-১৯ করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনে নমুনা পরীক্ষার পর তার করোনা পজিটিভ দেখা গেছে। খুলনা মেডিকেল কলেজের ভাইস-প্রিন্সিপাল ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

খুমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার মোট ৯৬টি নমুনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়। তার মধ্যে ৫০টি টেস্টের রিপোর্ট পাওয়া গেছে। ওই ৫০টির মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের একজন সহকারী অধ্যাপকের শরীরে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। বাকি রিপোর্ট কাল সকাল নাগাদ পাওয়া যাবে।

এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসকের করোনা আক্রান্তের খবরে খুলনাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের কিছু কিছু এলাকা লকডাউনের সিদ্ধান্ত আসতে পারেও বলে জানা গেছে।

এর আগে গত ১৩ এপ্রিল খুলনা নগরীর সোনাডাঙ্গা থানা এলাকার করিমনগরে একজন ব্যক্তি প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button