বিজ্ঞান ও প্রযুক্তি

করোনার প্রভাবে স্মার্টফোনের বিক্রি কমেছে ৪৫ শতাংশ

করোনাভাইরাসের প্রভাবে চীনে স্মার্টফোনের বিক্রি কমেছে ৪৫ শতাংশ। চীন ছাড়াও অন্যান্য দেশেও ফোনের বিক্রি কমেছে আশঙ্কাজনকহারে।

বাজার বিশ্লেষকরা বলছেন, স্মার্টফোনসহ স্মার্ট ডিভাইস শিল্পে রীতিমতো ধ্বস নেমেছে। এমন অবস্থা আরো কিছু দিন থাকলে হুমকিতে পড়বে স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।

জিএসএম এরিনার এক প্রতিবেদনে জানানো হয়েছে, চীনে গত ফেব্রুয়ারিতে নামিদামী গুলোর বিক্রি তলানিতে এসে ঠেকেছে। এর মধ্যে আছে অ্যাপল, হুয়াওয়ে, শাওমির মতো প্রতিষ্ঠান।

ফেব্রুয়ারিতে অ্যাপলের আইফোনের বিক্রি কমেছে পাঁচ লাখ। প্রতিষ্ঠানটির শিপমেন্ট কমেছে ১.২৭ মিলিয়ন। যা গত বছরের তুলনায় ৬০ শতাংশ কম।

চায়না অ্যাকাডেমি অব ইনফরমেশন টেকনোলজির দেয়া তথ্য মতে, করোনার প্রভাবে চীনে বেশ কয়েকটি স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি জানিয়েছে, চীন ছাড়াও সারা পৃথিবীতেই স্মার্টফোনের উৎপাদন, সরবরাহ এবং বিক্রি কমছে আশঙ্কাজনহারে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button