জাতীয়

ভার্চ্যুয়ালি হবে অমর একুশে গ্রন্থমেলা

করোনা ভাইরাসের কারণে ২০২১ সালের অমর একুশে গ্রন্থমেলা ভার্চ্যুয়ালি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।

শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন মেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ।

ড. জালাল আহমেদ বলেন, “বৃহস্পতিবার বাংলা একাডেমির কাউন্সিল মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে করোনার কারণে বইমেলা ভার্চুয়ালি হবে। এজন্য সফটওয়্যার ডেভেলপ করা হচ্ছে। ভার্চুয়ালি মেলার আয়োজন করতে যা যা করা দরকার সব প্রস্তুতি নেয়া হচ্ছে। আর যদি করোনা পরিস্থিতির উন্নতি হয় তাহলে স্টল বসিয়ে পরে মেলার আয়োজন করা হবে।  পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।”

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ডামাডোলের মধ্যেই গত বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল অমর একুশে গ্রন্থমেলা। মেলা শেষ হতেই দেশেও হানা দেয় প্রাণঘাতী এ ভাইরাস। দেশে এখন চলছে বিশ্বমহামারির দ্বিতীয় ঢেউ। প্রতিদিন বাড়ছে নতুন রোগী। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এসবের মধ্যে গ্রন্থমেলা নিয়ে চলছিল অনিশ্চয়তা। কারণ মেলা মানেই লোক সমাগম। শেষ পর্যন্ত সবার আশঙ্কাই সত্য হলো। এই মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি স্থগিত করেছে মেলা। দেশের কোটি মানুষের আকাঙ্ক্ষিত এই মেলা প্রথমবার ভার্চ্যুয়ালি কেমন হয়, আর প্রকাশক-পাঠকই বা কেমনভাবে নেন সেটাই এখন দেখার বিষয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button