জাতীয়

মোহাম্মদ নাসিমের করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ

শারীরিক ‘দুর্বলতা’ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। করোনাভাইরাসের পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১ জুন) রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে নাসিম ভর্তি হন বলে তার ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় গণমাধ্যমকে জানিয়েছেন।

তানভীর শাকিল  বলেন, চারদিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আব্বার করোনা পরীক্ষা করা হয়েছিল। সে সময় রেজাল্ট নেগেটিভ এসেছিল। এখন উনি শারীরিকভাবে দুর্বল অনুভব করায় হাসপাতালে নিয়ে এসেছি।

দশম জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা নাসিম বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button