জাতীয়

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যু

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ক্যান্সারে আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোরে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য সায়রুল কবির খান জানান, শফিউল বারী বাবু ভোর ৪টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল জানান, রাত ১টা ৫২ মিনিটে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে আনোয়ার খান মর্ডান হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। সেখানেই ভোর ৪টায় তিনি মারা যান।

শফিউল বারী বাবুর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন।

দলের ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার রুহের মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button