জাতীয়

কচুরিপানা নিয়ে গবেষণা চলছে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ রাখার পাশাপাশি কেউ যাতে কোনো ধরনের কারচুপি করতে না পারে সে দিকে কড়া নজরদারি রাখা হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে রংপুরে তিনি এ কথা বলেন। এ সময় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক সময়ে ঘটা বিভিন্ন বিষয়ে কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের কচুরিপানা নিয়ে গবেষণা করার মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, কচুরিপানা নিয়ে গবেষণা চলছে, ফুড ভেলু পাওয়া গেলে সেটা ভবিষ্যৎ বলে দেবে কী করতে হবে।

টিপু মুনশি বলেন, একটা সময় কচুরলতি কেউ খেত না, মাশরুমকে ব্যাঙের ছাতা বলা হতো। কিন্তু এখন মানুষ সেগুলো খাচ্ছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button