খেলা

টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

প্রথমবার দেশের মাটিতে বাংলাদেশের মুখোমুখি হয়ে দুর্দান্ত জয় পেয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়ে আজ দ্বিতীয় ম্যাচে সিরিজ নিশ্চিত করতে মাঠে নেমেছে পাক নারীরা। এ দিকে আজ জিততেই হবে টাইগ্রেসদের। নয়তো সিরিজ খোয়াতে হবে- এমন ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সালমা খাতুন।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সোমবার (২৮ অক্টোবর) টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বিসমাহ মারুফরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে পাক নারীরা এক উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩৫ রান।

এর আগে শনিবার (২৬ অক্টোবর) সিরিজের প্রথম ম্যাচে ১৪ রানের জয় পেয়েছে স্বাগতিকরা। ফলে সিরিজে ১-০ তে পিছিয়ে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে আজ জয়ের বিকল্প নেই লাল সবুজের প্রতিনিধিদের।

গেল বছরের অক্টোবরে দেশের মাটিতে চার ম্যাচের সিরিজে পাকিস্তানের বিপক্ষে লড়েছিল বাংলাদেশ। ওই সিরিজটি পাকিস্তান ৩-০ ব্যবধানে জিতেছিল। ১৩ মাসের ব্যবধানে দ্বিতীয়বার ছোট ফরম্যাটে মুখোমুখি হয়েছে দুদল।

আজ দ্বিতীয় টি-টুয়েন্টির পর ৩০ অক্টোবর হবে সিরিজের শেষ টি-টুয়েন্টি। এরপর ২ ও ৪ নভেম্বর দুটি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি ম্যাচই হবে লাহোরের মাঠে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button