জাতীয়লিড নিউজ

চীনা নাগরিকদের স্বদেশে না যেতে পরামর্শ রাষ্ট্রদূতের

করোনা ভাইরাসের সংক্রমণ না কমা পর্যন্ত বাংলাদেশে থাকা চীনা নাগরিকদের নিজ দেশে না যেতে এবং এই সময়ের মধ্যে বাংলাদেশে কর্মরত চীনের কোম্পানিগুলো স্বদেশ থেকে কর্মী নিয়োগেও বিরত থাকার পরামর্শ দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে সাংবাদিকদের ব্রিফিং-এ এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশে অবস্থানরত চীনের নাগরিকরা যেন আপাতত স্বদেশে ভ্রমণ না করেন।

তিনি জানান, বাংলাদেশে থাকা চীনা দূতাবাস এবং উন্নয়ন প্রকল্প বা কোম্পানিতে কর্মরত কোনো নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হননি। একইভাবে চীনে অবস্থানরত কোনো বাংলাদেশিও এই ভাইরাসে সংক্রমিত হননি। তাই সবার প্রতি আহ্বান জানান, সাধারণ নাগরিকরা সতর্ক থাকবেন, কিন্তু তারা যেন আতঙ্কিত না হয়ে পড়েন, কোনো গুজবের শিকার যেন না হন।

এদিকে, এখনই প্রতিরোধ করা না গেলে বিশ্বের ৫০টি দেশে করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আক্রান্ত হয়ে চীনে একদিনে ৭০ জনের বেশি মানুষ মারা গেছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৬৫-তে। চিকিৎসাধীন ২৮ হাজারের বেশি মানুষ। ইতোমধ্যে ভাইরাসটি ছড়িয়েছে চীনসহ অন্তত ২৮টি দেশে। ভারতসহ দক্ষিণ এশিয়ার ৩টি দেশে ভাইরাস শনাক্ত হওয়ায় এ অঞ্চলের বাকি দেশগুলোও চরম ঝুঁকিতে রয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button