রংপুর বিভাগসারাদেশ

কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রেডক্রিসেন্টের খাদ্য সহায়তা প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ৯ উপজেলার ৫৪ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ৮ হাজার পরিবারের মাঝে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ফুড প্যাকেজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
চলমান এ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার দুপুরে উলিপুর উপজেলার সাহেবের আলগা, বেগমগন্জ, বুড়াবুড়ি, হাতিয়া ইউনিয়নের ৫ শ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাফর আলী, সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, উলিপুর উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-জান্নাত রুমি, আওয়ামীলীগ নেতা কাজিউল ইসলাম, সাইদ হাসান লোবান, সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, নারায়ন চন্দ্র, জেলা পরিষদ সদস্য একরামুল হক বুলবুল প্রমুখ।
ত্রাণ সহায়তার মধ্যে ছিল প্রতি প্যাকেটে ৭ কেজি চাউল, ১ কেজি মশুর ডাল, ১ কেচি সয়াবিন তেল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ৫শ গ্রাম সুজি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button