রাজশাহী বিভাগসারাদেশ

নওগাঁয় জলবায়ু পরিবর্তন জনিত অভিবাসন: প্রেক্ষিত নওগাঁ শীর্ষক এক আলোচনা সভা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জলবায়ু পরিবর্তন জনিত অভিবাসন : প্রেক্ষিত নওগাঁ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ্যকশন এইড-অর্থায়নে স্থানীয় বরেন্দ্র ডেভলপমেন্ট আর্গানাইজেশন বিডিও নওগাঁ সার্কিট হাউস মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে।
বিডিও’র কার্য নির্বাহী পরিষদের সভাপতি মোঃ সাদেকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, সাবেক এমপি ওহিদুর রহমান এবং অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিডিও’র নির্বাহী পরিচালক আকতার হোসেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মনি, সাবেক সভাপতি মোঃ কায়েস উদ্দিন, ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি সাদেকুল ইসলাম, এটিএন বাংলা প্রতিনিধি এ এস এম রায়হান আলম, যমুনা টিভির শফিক ছোটনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় জলবায়ুর পরিবর্তনে বিরুপ প্রতিক্রিয়া ঠেকাতে এবং অভিবাসন বন্ধে দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিকভাবে সাবলম্বী করে তোলাসহ পরিকল্পিত পদক্ষেপ গ্রহনের সরকারের প্রতি আহবান জানান বক্তারা।

আলোচনা সভায় নওগাঁ জেলা সদর, সাপাহার উপজেলা ও নিয়ামতপুর উপজেলা থেকে প্রায় ৭০ জন ব্যাক্তি অংশ গ্রহণ করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button