জাতীয়

ভারত যুক্তরাষ্ট্র থেকে মুরগির পা আমদানি করবে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন ভারত সফর উপলক্ষে দুদেশের মধ্যকার বাণিজ্য চুক্তিতে কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে ভারত। এর মাঝে রয়েছে পোলট্রি ও দুগ্ধজাত উপাদানের বাজার। খবর এনডিটিভি’র।

বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ ভারত, এই শিল্পের সঙ্গে ৮০ মিলিয়ন গ্রামীণ পরিবারের জীবন-জীবিকা জড়িয়ে আছে। সেইজন্যে ভারতে দেশের বাহির হতে দুধ আমদানি নিষিদ্ধ। কিন্তু আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করতে এবার সেই নিষিদ্ধকরণের ইতি টানতে চাইছেন নরেন্দ্র মোদি।

দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, যুক্তরাষ্ট্র থেকে মুরগির পা, টার্কি এবং ব্লুবেরি ও চেরির মতো বেশ কিছু পণ্য আমদানির অনুমতি দেয়া হবে। মুরগির পা আমদানির ক্ষেত্রে শুল্ক ১০০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে, যদিও আমেরিকা চায় ওই শুল্ক আরও কমিয়ে ১০ শতাংশে নিয়ে আসতে।

পাশাপাশি এবার মোদি সরকার ভারতের দুগ্ধজাত বাজারেও মার্কিন ডেয়ারির কিছু উপাদান প্রবেশের অনুমতি দেয়ার তবে সেক্ষেত্রে পাঁচ শতাংশ আমদানি শুল্ক ও কোটা প্রয়োগ করা হবে।

আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভারত সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button