আন্তর্জাতিকবিজ্ঞান ও প্রযুক্তি

চন্দ্রযান-২ থেকে সফল বিচ্ছিন্ন ল্যান্ডার বিক্রম! চাঁদের আরও কাছে কীভাবে?

অপেক্ষা ছিলই। আর তা বাস্তব করে সোমবার দুপুর ১টা ১৫ মিনিটে চাঁদের কক্ষপথে চন্দ্রযান-২ থেকে সফল ভাবে বিচ্ছিন্ন হল ল্যান্ডার বিক্রম। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র তরফে টুইট করে এই তথ্য জানানো হয়েছে।

গত ২২ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় ISRO-র সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল চন্দ্রযান-২। তার ৪০ দিনের মাথায় সোমবার চন্দ্রযান-২ থেকে বিচ্ছিন্ন হল ল্যান্ডার বিক্রম।

বর্তমানে ল্যান্ডার বিক্রম বৃত্তাকার কক্ষপথের যে অবস্থানে রয়েছে, সেখান থেকে চাঁদের দূরত্ব ১১৯ কিলোমিটার X ১২৭ কিলোমিটার। এই অবস্থাতেই বৃত্তাকার কক্ষপথে চাঁদকে প্রদক্ষিণ করবে এটি। এই প্রদক্ষিণের জেরে ধীরে ধীরে চাঁদ থেকে ল্যান্ডার বিক্রমের দূরত্ব কমে আসবে ১০০ কিলোমিটারের ভিতরে। তখনই চাঁদে অবতরণের প্রস্তুতি শুরু হবে।

চাঁদে অবতরণ কবে?
ISRO জানিয়েছে, ৭ সেপ্টেম্বর মধ্যরাতে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে ল্যান্ডার বিক্রম। এই ল্যান্ডার বিক্রমের ভিতরে রয়েছে রোভার প্রজ্ঞান। অবতরণের পরই ল্যান্ডার থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান।
প্রসঙ্গত, সোভিয়েত রাশিয়া, আমেরিকা, চিনের পর ভারতই চতুর্থ দেশ হবে যারা চাঁদে পা ছোয়াবে এবং প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে ভারত।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button