জাতীয়লিড নিউজ

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুনের ধোঁয়ায় নারীর মৃত্যু, আহত ২

কণিকা অনলাইন :

রাজধানীর ধানমন্ডি-৬ এ একটি ১২তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনায় ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে অজ্ঞাতপরিচয় (৬৫) এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

আজ শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। এর ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরিদ উদ্দিন গণমাধ্যমকে আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ গণমাধ্যমকে জানিয়েছেন, আহত দু’জন ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) চিকিৎসাধীন।

জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় ভবন মালিকের ছেলে রাফসানসহ অন্যরা ধোঁয়ায় অসুস্থ তিনজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অজ্ঞাতপরিচয় এক নারীকে মৃত ঘোষণা করেন। রাফসানদের বাসার গৃহকর্মী শাহেদাসহ দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য ওই নারীর মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button