সারাদেশ

গ্রামীন ব্যাংকের উদ্যোগে ১০ ভিক্ষুককে ১ মাসের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ গ্রামীন ব্যাংক উমার ধামইরহাট শাখার ব্যাবস্থাপনায় ভিক্ষুকদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ২১ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় শাখা ব্যবস্থাপক জাহিদুর রহমান আমাইতাড়া শাখা কার্যালয়ের সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত প্রত্যেককে ৩০ কেজি চাল, ৪কেজি ডাল, ৮ কেজি আলু, ৪কেজি পেঁয়াজ, ২লিটার তেল, ২ কেজি লবন, ৪টি সাবান ও নগদ ৬০০ টাকা করে প্রদান করা হয়। ভালো প্যাকেজ সহযোগীতা পেয়ে ভিক্ষুকরা গ্রামীন ব্যাংকের মঙ্গল কামানা করেন।

গ্রামীণ ব্যাংক আমাইতাড়া শাখা ব্যবস্থাপক জাহিদুর রহমান বলেন, সমাজে মানুষের কাছে যারা হাত পেতে খাবার ও অর্থ সংগ্রহ করে, তাদের চেয়ে এ সমাজে অবহেলিত আরও কেউ নয়, সে কারণে আমরা ভিক্ষুকদেরকে নির্বাচন করেছি, এবং তাদের প্রত্যেক ১ মাসের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। যাতে করে তারা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পুরো একমাস ঘরে বসে থেকে খেতে পারে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button