সারাদেশ

নীলফামারীর ডিমলায় সরকারী আদেশ অমান্য করায় জরিমানা

নীলফামারী জেলা প্রতিনিধি : সারাদেশে মহামারী করোনা ভাইরাসের আর্বিভাবে সরকারের দেয়া নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা এবং বৈধ কাগজপত্র বিহীন মোটর সাইকেল চালানোর দায়ে নীলফামারী জেলার ডিমলায় উপজেলার ৯ জন ব্যবসায়ী সহ ১১ জন মটর সাইকেল চালককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্টেট। রবিবার দুপুরে সরকারী নিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে উপজেলা সদরের বাবুহাটে শাহিন বস্ত্রালয় ১০ হাজার, মাইসা বস্ত্রালয় ৫ হাজার, থ্রি স্টার হার্ডওয়ার ৫০ হাজার, আলতাফ সু-ষ্টোরে ১ হাজার এবং অপ্রয়োজনে ঘুরাঘুরি করায় ৯ জন বাইক চালক কে ৯ হাজার টাকা ও গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ী বাজারে মিঠু ক্লোথ ষ্টোর ৫০ পঞ্চাশ, লুৎফর বস্ত্রালয় ২০ হাজার , কাদের ষ্টোরে ১ হাজার, শরিফ বস্ত্রালয় ৫শত এবং নাউতারা ইউনিয়নে সোনামনির ডাঙ্গায় শতরুপা বস্ত্রালয় কে ১ হাজার টাকা জরিমানা করেছেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়শ্রী রানী রায়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button