খুলনা বিভাগসারাদেশ

মাগুরায় করোনার হটস্পট এখন পৌরএলাকা

মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা । গত একসপ্তাহে পৌরএলাকায় ২৯জনের করোনা শনাক্ত হয়েছে। যা থেকে বোঝা যাচ্ছে মাগুরা পৌরসভার বিভিন্ন এলাকায়  খুব দ্রুতই করোনা ভাইরাসটি ছড়াচ্ছে।

আজ শুক্রবার নতুন করে ৭ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯৭ জন।  নতুন আক্রান্তের মধ্যে  পৌরসভার ৫ জন রয়েছে । তাদের মধ্যে ভায়না, আদর্শ পাড়া, স্টেডিয়াম পাড়া, সদর হাসপাতাল পাড়া ও পারলা গ্রমের বাসিন্দা রয়েছে ।এছাড়া সদর উপজেলার মঘী ইউনিয়নের বড়খড়ি গ্রামের ১জন এবং শ্রীপুরের গোপালপুরের ১ জন করোনা আক্রান্ত হয়েছে ।মাগুরা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৯৭জন ।  তাদের মধ্যে মাগুরা সদরে ৬৫ জন, শ্রীপুরে ১৫ জন, শালিখায় ৮ জন, মহম্মদপুরে ১০ জন। করোনা অক্রান্ত হয়ে মাগুরা সদর, শ্রীপুর ও শালিখায় ১জন করে মারা গেছে মোট ৩জন। ইতিমধ্যে সুস্থ্য হয়েছেন ৪৫ জন। বর্তমানে হোম আইসোলেশনে আছে ৪৭জন এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছে ৩ জন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button