খেলা

এশিয়া একাদশে খেলবেন কোহলিসহ ভারতীয় চার তারকা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উলপলক্ষে আয়োজিত প্রীতি ম্যাচে অংশ নেবেন বিরাট কোহলিসহ ভারতীয় চার তারকা ক্রিকেটার।

এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি প্রীতি ম্যাচের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২১ ও ২২ মার্চ মিরপুর শেরেবাংলায় স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

এশিয়া একাদশের হয়ে তামিম ইকবাল-মুশফিকুর রহিম-মোস্তাফিজদের সঙ্গে মাঠ মাতাবেন ভারতীয় চার তারকা ক্রিকেটার।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষীকিতে এশিয়া একাদশের হয়ে খেলার জন্য ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, ওপেনার শিখর ধাওয়ান, তারকা পেসার মোহাম্মদ শামি ও স্পিনার কুলদ্বীপ যাদবকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

প্রীতি ম্যাচে এশিয়া একাদশের হয়ে বাংলাদেশ থেকে খেলবেন ৪ জন ক্রিকেটার।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button