রাজনীতিলিড নিউজ

নেত্রীর বদৌলতে রাজনীতিতে অক্সিজেন পেয়ে নেত্রীকেই কটাক্ষ!’

কণিকা অনলাইন :

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে ইঙ্গিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনাকে কটাক্ষ করলে জনগণ কাউকে ক্ষমা করবে না।

মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর শাখার সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘নূর হোসেন হত্যাকাণ্ড যে গণতন্ত্রের সংগ্রাম হত্যা করার জন্য ছিল দেশ ও জাতি জানে। তার প্রতিও বিরূপ মন্তব্য কেউ কেউ আজকে করেন।’

‘আমাদের নেত্রীর বদৌলতে যারা রাজনীতিতে অক্সিজেন পেয়েছেন, তারা নেত্রীকেও কটাক্ষ করেন’ বিস্ময় ও ক্ষোভের সঙ্গে বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সতর্ক করে দিয়ে বলেন, ‘কথা মুখ থেকে ফসকে গেলে মুখে আর ফিরে আসে না। যতই সরি বলা হোক, যতই অ্যাপোলাইজ (ক্ষমা প্রার্থনা) করা হোক, এ ধরনের দায়িত্বহীন মন্তব্য, কটাক্ষ রাজনৈতিক পরিবেশকে নষ্ট করে দেয়।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার প্রতি কোনো কটাক্ষ করলে শুধু আওয়ামী লীগ নয়, দেশের বহু মানুষের অনুভূতিকে কটাক্ষ করা হয়। তাকে আপনারা কটাক্ষ করলে জনগণ কাউকে ক্ষমা করবে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘এখনো বলা হয়- মুজিব গেছে যেই পথে, হাসিনা যাবে সেই পথে। এ রকম ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বিএনপি আজকে দিয়ে যাচ্ছে।’

প্রসঙ্গত, ১০ নভেম্বর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ‘গণতন্ত্র দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাঙ্গা বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদকে ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্র মূলকভাবে মাদকাসক্ত নূর হোসেনকে পেছন থেকে গুলি করে হত্যা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘স্বৈরাচার এরশাদ নন। শেখ হাসিনা ও খালেদা জিয়া দুজনই স্বৈরাচার। আমরা কোনোভাবেই স্বৈরাচার নই।’

স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মো. মোবাশ্বের চৌধুরীর সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফরিদুর রহমান খান ইরান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সম্মেলন উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button