সংস্কৃতি

১৫ আগস্টের শহীদদের স্মরণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রদীপ প্রজ্জ্বলন

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ১৫ আগস্ট শহীদদের স্মরণে নাট্য ও চলচ্চিত্র অঙ্গণের খ্যাতিমান শিল্পীরা প্রদীপ প্রজ্জ্বলন করে বঙ্গবন্ধুরসহ ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে সেখানে সংক্ষপ্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।

এছাড়াও এ সময়ে আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, চিত্রনায়িকা প্রিয়দর্শিনী মৌসুমী, নাট্যশিল্পী তারিন জাহান, চিত্রনায়িকা শাহনুর, কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নীসহ চলচ্চিত্র ও নাট্য শিল্পীরা বক্তব্র রাখেন।

সমাবেশে বক্তারা বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারীদের বিচারের দাবি জানান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button