অর্থনীতি

একুশ ফার্স্ট প্রসপেক্টাস অনুমোদন

একুশ ফার্স্ট ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার বিএসইসির ৭১৫তম কমিশন সভায় বিএসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞতিতে এই তথ্য জানিয়ে অনুমোদন দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একুশ ফার্স্ট ইউনিট ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ১০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা একুশ ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড ১ কোটি টাকা প্রদান করবে। বাকি ৯ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে ১০ টাকা।

ওই ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে একুশ ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড। ট্রাস্টি হিসেবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং কাস্টডিয়ান হিসেবে ব্র্যাক ব্যাংক কাজ করছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button