শিক্ষাঙ্গন

আজ শুরু হচ্ছে ১৫তম শিক্ষক নিবন্ধনের ভাইভা

১৫তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার আজ শুরু হচ্ছে। দ্রুত সময়ে নিবন্ধনে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গ্রহণে বাড়ানো হয়েছে বোর্ড সংখ্যাও।

মঙ্গলবার (১২ নভেম্বর) থেকে এই পরীক্ষা শুরু হচ্ছে বলে নিশ্চিত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এনটিআরসিএর ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

প্রার্থীরা এনটিআরসিএর ওয়েবসাইটে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করা অ্যাডমিট কার্ডের প্রিন্টেড কপি মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে।

এ পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৩৪৫ জন। এর মধ্যে স্কুল পর্যায়ে ১০ হাজার ৯৬৮ জন, স্কুল পর্যায়-২ এ ৭৭০ জন এবং কলেজ পর্যায়ে ১ হাজার ৬০৭ জন প্রার্থী রয়েছেন। বন্ধের দিন ছাড়া অফিস কার্যদিবসগুলোতে মৌখিক পরীক্ষা আয়োজন করা হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button