শিক্ষাঙ্গন

ইবিতে ভর্তি পরীক্ষা শুরু

‘এ’ ইউনিটের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং/ফার্ম) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) প্রথম দিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলে ১০টা ৩০ মিনিট পর্যন্ত। বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত (রোল নম্বর ০০০০১ থেকে ০৬৯১০) এবং দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত (রোল নম্বর ০৬৯১১ থেকে অবশিষ্ট) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামীকাল ৫ নভেম্বর ‘বি’ এবং ৬ নভেম্বর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২ হাজার ৩০৫ আসনের জন্য এবার আবেদন করেছেন ৬১ হাজার ৯৪২ শিক্ষার্থী। ‘এ’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে ২ হাজার ২২৩টি এবং ‘সি’ ইউনিটে ৪৫০টি আসনের বিপরীতে ৮ হাজার ৯৩০টি আবেদন জমা পড়েছে। প্রতি আসনের বিপরীতে ‘এ’ ইউনিটে ৯ জন এবং ‘সি’ ইউনিটে ১৯ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button