শিক্ষাঙ্গন

কাল শিক্ষকদের বৈঠক গণশিক্ষা সচিবের সঙ্গে

আন্দোলনরত প্রাথমিক শিক্ষকরা সমাপনী পরীক্ষা বর্জন করলে বিকল্প হিসেবে হাইস্কুল ও মাদ্রাসা শিক্ষকদের দ্বারা পরীক্ষা পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে অধিদপ্তর থেকে সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হাসান এর সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠকের কথা রয়েছে।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের মুখপাত্র মো. বদরুল আলম বলেন, ‘আগামীকাল বিকাল ৪.০০ টায় সচিব মহোদয়ের সাথে আমাদের বৈঠক আছে। আশা করি এই বৈঠকে একটা সমাধান আসবে।’

তিনি বলেন, ‘পরীক্ষার সময় আমরা শিক্ষার্থীদের কাছাকাছি না থাকলে চাপে পড়বে অভিভাবক শিক্ষার্থী উভয়ই । তাই সমাপনী বা বার্ষিক পরীক্ষা থেকে আমরা নিজেদের বিচ্ছিন্ন রাখতে চাইনা। মাননীয় প্রধানমন্ত্রী যাদের উপর দায়িত্ব দিয়েছেন দেখা যাক ওনারা কি করেন। আমাদের দাবিগুলোর ব্যাপারে সুষ্ঠু সমাধান বা আশ্বাস পেলে সমাপনী পরীক্ষার আগেই আন্দোলন থেকে সড়ে দাঁড়াবো।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button