শিক্ষাঙ্গন

পরীক্ষায় অকৃতকার্য হয়েও রাবিতে ভর্তির সুযোগ পেলেন ৪০ শিক্ষার্থী

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর তুলতে না পারা অন্তত ৪০ শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর সন্তান।
ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০, অথচ ‘পোষ্য কোটায়’ ন্যূনতম ৩০ নম্বর পাওয়া শিক্ষার্থীদের ভর্তির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপ-কমিটির সিদ্ধান্তেই ন্যূনতম পাস নম্বর শিথিল করে তাদের ভর্তির সুযোগ দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের ৪ থেকে ৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার তিনটি ইউনিটে মোট এক লাখ ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষার জন্য মনোনীত হন। এ পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ছিল ৪০। নিয়ম অনুযায়ী পাস নম্বর পাওয়ার পরই পোষ্য কোটা কার্যকর হওয়ার কথা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button