শিক্ষাঙ্গন

পুন্ড্র ইউনিভার্সিটিতে কুরআনিক ফ্রুট ফেস্টিভাল অনুষ্ঠিত

পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (পিইউবি)‘র ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে সায়েন্টিফিক ইনডিকেশন ইন দি হলি কুরআন কোর্সের অংশ হিসেবে বৃহস্পতিবার ভার্সিটি ক্যাম্পাস গোকুল বগুড়ায় কুরআনিক ফ্রুট ফেস্টিভাল অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে এ ফেস্টিভালের উদ্বোধন করেন পিইউবি‘র উপাচার্য প্রফেসর ড. মোঃ মোজাফফর হোসেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আ.ন.ম. রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. আলাউদ্দিন, ডীনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সায়েন্টিফিক ইনডিকেশন ইন দি হলি কুরআন এর কোর্স টিচার ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ড. ইমতিয়াযুল আলম মাহফুযের উপস্থাপনা ও পরিচালনায় এ ফেস্টিভালে ইসলামিক স্টাডিজ বিভাগের এম.এ ফাইনাল বিদায়ী ব্যাচের শিক্ষার্থীরা ১৬টি স্টলে কুরআনে বর্ণিত ফল ও ফলজ উদ্ভিদ এবং এগুলো দিয়ে তৈরি বিভিন্ন খাবার পরিবেশন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. ইশতিয়াকুল আলম মামদূদ। উপাচার্য প্রফেসর ড. মোঃ মোজাফফর হোসেন উদ্বোধনী বক্তব্যে এমন একটি ব্যতিক্রমি আয়োজনের জন্য ইসলামিক স্টাডিজ বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কুরআনিক ফলসমূহের পুষ্টিগুণ উল্লেখ করেন। তিনি মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠান শেষে কুরআনিক ফল দিয়ে আমন্ত্রিত মেহমানদের আপ্যায়ন করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button