শিক্ষাঙ্গন

ভিকারুননিসায় আসনের অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি কেন অবৈধ নয়: হাইকোর্ট

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় আসন সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

পাশাপাশি পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার আগে মডেল টেস্টের নামে শিক্ষার্থীদের থেকে টাকা নেওয়া কেন অবৈধ হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করেন। আগামী ২ সপ্তাহের মধ্যে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ, শিক্ষা সচিবসহ সংশ্নিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকে আসন সংখ্যার অতিরিক্ত ১১ ভাগ শিক্ষার্থী ভর্তি করার বৈধতা চ্যালেঞ্জ করে সম্প্রতি হাইকোর্টে রিট করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। মঙ্গলবার ওই রিটের শুনানিতেও আবেদনকারী নিজে শুনানি করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button