শিক্ষাঙ্গন

রাবিতে ভর্তিযুদ্ধ কাল

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ¯œাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। সোমবার সকাল ৯ টা থেকে বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা দিয়ে তিন দিনব্যাপী এই ভর্তি পরীক্ষা শুরু হবে। প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ৩১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন ভর্তিচ্ছু ও অভিভাবকদের পদচারণায় ইতিমধ্যেই মুখরিত হয়ে উঠেছে। ভর্তি পরীক্ষার সকল প্রস্তÍুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার সরেজমিনে দেখা যায়, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু ও অভিভাবকদের আনাগোনায় সরগরম হয়ে উঠেছে ক্যাম্পাসসহ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাগুলো। আবাসিক হলগুলো বন্ধ থাকায় রাজশাহী নগরীর বিভিন্ন মেস ও হোটেলগুলোতে উঠেছেন ভর্তি পরীক্ষার্থীরা। এছাড়া অনেকেই উঠেছেন রাজশাহীতে তাদের আতœীয়স্বজনের বাড়িতে। তবে ছাত্রী ভর্তিচ্ছুদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রী হলগুলোতে থাকার ব্যবস্থা করেছেন। প্রক্টর দপ্তর জানায়, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও স্বাভাবিকভাবে সম্পন্ন করতে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভর্তিচ্ছুদের সহযোগিতা করার জন্য তৎপর রয়েছে মহানগর পুলিশ, সিটি কর্পোরেশন, বিএনসিসি, রোভার স্কাউট, ছাত্রলীগ এবং জেলা সমিতিগুলো। রাজশাহী বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়,ভর্তি পরীক্ষায় ৪ হাজার ১৯১টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করছেন ১ লাখ ২৭ হাজার ৬৪৭ জন পরীক্ষার্থী। মোট তিনটি ইউনিটে প্রতিদিন তিন শিফটে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, দুপুর ১২টা থেকে ১টা ও বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিট (বিজ্ঞান) ৪ অক্টোবর, ‘এ’ (মানবিক) ইউনিট ৫ অক্টোবর, ও ‘বি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষা ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আজিজুর রহমান বলেন, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে ভর্তিচ্ছুদের নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা কক্ষে কেবলমাত্র প্রবেশপত্র ও পরীক্ষা সংক্রান্ত উপকরণ নিয়ে প্রবেশ করতে হবে। কাগজপত্র ছাড়া অন্য কিছু যেমন ইলেকট্রনিক যন্ত্র ইত্যাদি আনা যাবে না।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button