বিনোদন

নারীর হার না মানার গল্প পদ্মাপুরাণের গানে

পদ্মা পাড়ের মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত ‘পদ্মাপুরাণ’। রাশিদ পলাশের চলচ্চিত্র এটি। সোমবার দিবাগর রাতে ছবিটির পাখি শিরোনামর গানটি মুক্তি পায়। তানিয়া নূরের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার ইমন চক্রবর্তী ও বাংলাদেশের নির্ঝর চৌধুরী।

প্রকাশের পর প্রশংসিত হচ্ছে গানটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি শেয়ার করছেন অনেকেই। আর ক্যাপশনে জানাচ্ছেন প্রশংসা। চমৎকার দৃশ্যায়ণে গানে গানে যেনো নারীর হার না মানার গল্পই ফুটিয়ে তোলা হয়েছে।

লাইভ টেকনোলোজির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাওয়া গানটির  গায়ক বাংলাদেশের নির্ঝর চৌধুরী বলেন, ‘চলচ্চিত্রে আমার গাওয়া প্রথম গান এটি। স্বাভাবিকভাবেই ভীষণ রোমাঞ্চিত গানটি নিয়ে। ছবিটির কাহিনীতেও বেশ নতুনত্ব রয়েছে। এমন একটি ছবিতে  যুক্ত থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। গানটির গীতিকার তানিয়া নূর, সহশিল্পী কলকাতার ইমন চক্রবর্তীসহ সবাইকে অনেক অনেক অভিনন্দন। এখন গানটিকে সর্বত্র ছড়িয়ে দেয়ার দায়িত্ব দর্শকশ্রোতাদের। আপনাদের যদি গানটি ও ছবিটি ভাল লাগে তবেই এতদিনের কষ্ট সার্থক হবে।’

‘পাখি’ গান সম্পর্কে পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘প্রথম গান রিলিজের পর বেশ ভালো সারা পাচ্ছি। সবাই গানটি নিয়ে প্রশংসা করছে। আশা করি ছবিটিও তাদের প্রত্যাশাপূরণ করবে। পর্যায়ক্রমে আমরা আমাদের সিনেমার অন্য গানগুলোও রিলিজ দেবো।’

ছবিটির শুটিং শেষে বর্তমানে সম্পাদনার কাজ চলছে। শিগগিরই ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে নির্মাতার। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, সাদিয়া মাহি, চম্পা, শম্পা রেজা, শিমুল খান, ডন, কায়েস চৌধুরী, ইলোরা গহর, মারিয়া প্রমুখ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button