আন্তর্জাতিক

ইদলিবে সরকার বিরোধী হামলায় সিরিয়ার ৪০ সেনা নিহত

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে সরকারবিরোধী সন্ত্রাসীগোষ্ঠীর হামলায় কমপক্ষে ৪০ সেনা সদস্য নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক।

বৃহস্পতিবার সকালে সিরিয়ার সেনাবাহিনীর ওপর ভয়াবহ ওই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। খবর হারেট্জ ও সানার।

আসাদবিরোধী হিসেবে পরিচিত সাবেক আন-নুসরা ফ্রন্ট বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে সিরীয় সেনাদের ওপর ওই হামলা চালায়।

সিরিয়া এরই মধ্যে ওই অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি করেছে যাতে সন্ত্রাসীরা আর সামনে এগুতে না পারে।

বুধবার সিরিয়ার সেনারা ইদলিব প্রদেশের বেশ কয়েকটি এলাকায় সরকারবিরোধীদের ওপর হামলা চালায় এবং এতে অনেকে প্রাণ হানায়।

ধারণা করা হচ্ছে, আসাদ বাহিনীর ওই হামলার প্রতিশোধ নিতেই আন-নুসরা ফ্রন্টের সাবেক সদস্যরা এ হামলা চালিয়েছে।

গত ৫ আগস্ট সিরিয়ার সামরিক বাহিনী বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছিল।

সিরিয়ায় তৎপর বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সর্বশেষ ঘাঁটি হচ্ছে ইদলিব।

বাশার আল আসাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ হামলা এবং হতাহতের কথা স্বীকার করেছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button