আন্তর্জাতিক

উটের জন্য বিশ্বের সবচেয়ে বড় হাসপাতাল বানাচ্ছে সৌদি আরব

উটের চিকিৎসায় বিশ্বের সবচেয়ে বড় ও অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করছে সৌদি আরব। সৌদি পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় বলছে, হাসপাতালটির চূড়ান্ত অবকাঠামো নির্মাণ কার্যক্রম শেষের পথে রয়েছে। খবর আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়, কাসেম অঞ্চলে প্রতিষ্ঠা করা হচ্ছে দ্য সালাম পশুচিকিৎসা ও উট হাসপাতালটি। এতে ২৬ মিলিয়ন ডলার খরচ পড়েছে।

এতে উটপ্রজননকারীরা ব্যক্তিগত খরচে সেখানে তাদের পশুদের চিকিৎসা দিতে পারবেন। এতে এই খাতটিতে স্থিতিশীলতা ও উন্নয়ন ঘটবে বলে দাবি করেছে সৌদি আরব।

পশু সম্পদ বিষয়ক আন্ডারসেক্রেটারি ডা. হামাদ আল-বাস্তান বলেন, সালাম উপ হাসপাতাল নির্মাণ কাজ পর্যালোচনা করা হচ্ছে। কতটুকু অগ্রগতি হয়েছে তা মনিটরিং করা হচ্ছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button