আন্তর্জাতিক

খাসোগির হত্যাকাণ্ডকে ‘ভুল’ বলে বিপাকে উবারের প্রধান নির্বাহী

সৌদি রাজপরিবারের কঠোর সমালোচক সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ডকে ‘ভুল’ বলে বিপাকে পড়েন উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারা খোসরোও শাহী।

পরে তার ওই মন্তব্যের জন্য তিনি ক্ষমা চেয়েছেন।

সৌদি আরব এ হত্যার দায় স্বীকার করলেও রোববার অ্যাক্সিয়োকে দেয়া এক সাক্ষাৎকারে এটিকে সৌদি সরকারের ‘ভুল’ বলে মন্তব্য করেছিলেন দারা।

সোমবার সকালে দারা এক টুইটবার্তায় বলেন, জামাল খাসোগির সঙ্গে যা হয়েছে, তা ভুলে যাওয়া বা ক্ষমা করার কোনো কারণ নেই।

এ হত্যাকাণ্ডকে ভুল বলে আমিই ভুল করেছিলাম। তিনি বলেন, ওই মুহূর্তে আমি এমন কিছু বলেছিলাম, যা আমি নিজেই বিশ্বাস করি না।

আমাদের বিনিয়োগকারীরা আমার মতামত সম্পর্কে অনেক আগে থেকেই জানেন। অ্যাক্সিয়োকে দেয়া ওই সাক্ষাৎকারে বিষয়টি পরিষ্কার করতে না পারায় আমি দুঃখিত।

ওয়াশিংটন পোস্টের কলাম লেখক সৌদি সাংবাদিক জামাল খাসোগি গত বছরের ২ অক্টোবর ইস্তানবুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে বিয়েসংক্রান্ত কিছু কাগজ আনতে গিয়েছিলেন।

এর পর সেখানেই তিনি খুন হন। ওই ঘটনার পর যুবরাজ সালমান বিশ্বব্যাপী কঠোর সমালোচনার মুখে পড়েন।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক সৌদি সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। এ ঘটনার পর এক বছর পেরিয়ে গেছে। খাসোগির বাগদত্তা হেতিস চেঙ্গিস এখনও বহু প্রশ্নের উত্তর পাননি।

২০১৬ সালের পর থেকে সৌদি আরবে উবার বড় বিনিয়োগ করে চলেছে। এর পরিমাণ বর্তমান বাজারমূল্যে সাড়ে ৩০০ কোটি ডলার।

গত বছরের অক্টোবরে দারা খোসরোও শাহী সৌদি আরবের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button