আন্তর্জাতিক

নীল আর্মস্ট্রং চাঁদে যাননি, গিয়েছিলেন আমেরিকার ‘এরিয়া ৫১’ নামের সবচেয়ে গোপনস্থানে

১৯৬৯ সালের ১৬ জুলাই চাঁদের পথে রওনা হয়েছিলেন আর্মস্ট্রং নাসার অ্যাপেলো-১১ মহাকাশযানে। কিন্তু অ্যাপোলো-১১ উপস্থিত মানুষজনের চোখের বাইরে চলে যাওয়ার পর, একটি মিলিটারি এয়ারক্রাফটে করে অতি গোপনে আর্মস্ট্রংদের নিয়ে যাওয়া হয়েছিলো এরিয়া-৫১ এলাকায়। সেখানে ছিল কৃত্রিম চাঁদের মাটি ও পরিবেশ। তাই কয়েকদিন পর ‘চাঁদের বুকে মানুষের পা’ ভিডিও’র শ্যুটিং হয়। বিশ্বের মানুষকে নাসা জানায়, ২০ জুলাই চাঁদের মাটিতে পা রেখেছে নিল আর্মস্ট্রং ও বাজ অল্ড্রিনের।

বিল কেসিং জানান, আমেরিকার নেভাডা স্টেটের দক্ষিণে, লাস ভেগাস থেকে ১৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে পাহাড়ঘেরা মরুভূমির মধ্যে ২৯ লক্ষ একর জায়গা জুড়ে আছে সবচেয়ে গোপন ও সবচেয়ে রহস্যময় এলাকা এরিয়া-৫১।

এরিয়া-৫১ এমন সুরক্ষিত জায়গা যে, পেন্টাগন, হোয়াইট হাউস, নাসার সদর দপ্তরে অনুমতি নিয়ে সাধারণ মানুষ ঢুকতে পারলেও এখানে মিডিয়া ও জনসাধারণের প্রবেশাধিকার নেই।

বইটি প্রথম প্রকাশিত হয়, ১৯৭৪ সালে। গতবছর ডিসেম্বরে এর ৫০ তম সংস্করণ বের হয়। টাইম ম্যাগাজিনের তালিকায় বেস্ট সেলিং বইয়ের শীর্ষে রয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button