বিজ্ঞান ও প্রযুক্তি

গুঞ্জন হলো সত্যি, ফিটবিট কিনছে গুগল

বেশ কয়েক মাস ধরেই প্রযুক্তি বিশ্বে গুঞ্জন, ফিটবিট পকেটে ভরার চেষ্টা করছে গুগল। অবশেষে সেটাই হলো। ফিটনেস ওয়্যারেবল প্রস্তুতকারী কোম্পানি ফিটবিটকে ২১০ কোটি ডলারে কিনছে গুগল। আনুষ্ঠানিকভাবে গত শুক্রবার সংবাদটির সত্যতা নিশ্চিত করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল।

সার্চ জায়ান্ট গুগল জানিয়েছে, বাজারে নিজেদের পরিধেয় প্রযুক্তি পণ্য আনার সম্ভাবনা দেখছে গুগল। পাশাপাশি ‘ডিজিটাল স্বাস্থ্য’ খাতে নিজেদের বিনিয়োগের পরিমাণও বাড়াতে চাইছে। বিশ্লেষকরাও মনে করছেন ফিটবিটের মালিক প্রতিষ্ঠান হিসেবে ‘গুগল’-ই ভালো।

রয়টার্স তাদের খবরে উল্লেখ করেছে, ফিটবিটের প্রতিটি শেয়ার ৭ দশমিক ৩৫ ডলারে কিনে ২১০ কোটি ডলার নগদে পরিশোধ করবে গুগল। অধিগ্রহণের এই প্রক্রিয়া চলবে আগামী বছর পর্যন্ত। দু’টি কোম্পানিই এ তথ্য নিশ্চিত করেছে। আরো জানা যায়, মার্কিন টেক জায়ান্ট অ্যাপল, দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং, চীন প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং শাওমি’র দাপটে পরিধেয় প্রযুক্তি পণ্যের বাজারে খুব একটা সুবিধাজনক অবস্থানে ছিল না ফিটবিট।

তবে ফিটবিটের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেমস পার্ক বলেন, ২ কোটি ৮০ লাখ মানুষ স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে আমাদের পণ্যে ভরসা রাখে। ব্র্যান্ড হিসেবে আমার বিশ্বস্ততা অর্জন করেছি। আমাদের লক্ষ্যকে এগিয়ে নিতে গুগলই আদর্শ সহযোগী।

ফিটবিটের ওয়্যারেবল ডিভাইসগুলো দৌড়, সাইকেল চালানো, সাঁতার কাটা, হৃৎস্পন্দনের হার, ঘুম  রেকর্ড রাখতে পারে। ফিটনেস ব্যান্ডগুলোর তালিকায় শীর্ষ চারে আছে ফিটবিট। ২০১৭ সালে নিজস্ব স্মার্টওয়াচ বাজারে আনে তারা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২০ সাল নাগাদ মালিকানা হাতবদলের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button