বিজ্ঞান ও প্রযুক্তি

‘পোজ মাস্টার’

নিজস্বী বা সেলফি (সেল্ফি) হলো আত্ম-প্রতিকৃতি আলোকচিত্র বা দল আলোকচিত্র, যা সাধারণত হাতে-ধরা ডিজিটাল ক্যামেরা বা ক্যামেরা ফোন ব্যবহার করে নেয়া হয়।

সেলফি প্রায়ই ফেসবুক, গুগল+, ইন্সটাগ্রাম, স্ন্যাপচ্যাট, টাম্বলার এবং টুইটারে ইত্যাদি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে শেয়ার করা হয়ে থাকে।

সেলফি শব্দটি প্রথম এসেছে ইংরেজি সেলফিশ থেকে। ‍সেলফি অর্থ প্রতিকৃতি। অক্সফোর্ড অভিধানের মতে, সেলফি হল একটি ছবি (আলোকচিত্র) যা নিজের তোলা নিজের প্রতিকৃতি, যা সাধারণত স্মার্টফোন বা ওয়েবক্যামে ধারণকৃত এবং যে কোনো সামাজিক মাধ্যমে আপলোড (তুলে দেয়া) করা হয়ে থাকে। বেশিরভাগ সেলফি হাত সামনে তুলে বা আয়নার সামনে দাঁড়িয়ে, কখনো-কখনো সেল্ফ টাইমার ব্যবহার করেও নেয়া হয়।

চেহারা ও গড়নের সঙ্গে মানানসই ছবি তোলার ভঙ্গি কেমন হওয়া উচিত তা ঠিক করে দেবে ‘পোজ মাস্টার’। ফিচারটি কাজে লাগিয়ে ছবি তোলার সঠিক অ্যাঙ্গেলের পাশাপাশি নানা রকম ভঙ্গির নির্দেশনাও পাওয়া যাবে। ভিভোর হালনাগাদ মডেলের  স্মার্টফোন ‘ভি১৭প্রো’তে এ সুযোগ মিলবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button