বিজ্ঞান ও প্রযুক্তি

ফেসবুককে ট্যুইটার সিইও-র কটাক্ষ!

চলতি সপ্তাহের শুরুতেই ফেসবুক তাদের নতুন লোগো লঞ্চ করেছে।ফেসবুক অ্যাপ-এর সঙ্গে ফেসবুক সংস্থার পার্থক্য দেখাতেই All-Caps লোগো সামনে আনল এই সংস্থা। আর এই নিয়ে ফেসবুককে কটাক্ষ করতে ছাড়লেন না Twitter-এর সিইও জ্যাক ডরসে। ট্যুইটে লিখলেন, ‘Twitter from TWITTER’। তবে শুধু ডরসে একাই নন, আচমকা লোগো-এ এমন পরিবর্তন করায় সাধারণ মানুষও ট্যুইট করে তাঁদের বিরুপ প্রতিক্রিয়া জানিয়েছেন।

যাঁরা এখনও ঠিক ঠাওর করতে পারছেন না, তাঁদের খানিক স্পষ্ট করে দেওয়া যাক গোটা বিষয়টি।

ফেসবুক সংস্থার লোগো এবং ফেসবুক অ্যাপ-এর লোগো আগে একই ছিল অর্থাত্‍ Facebook। কিন্তু বর্তমানে এই সংস্থার অধীনে চলে এসেছে WhatsApp এবং Instagram-এর মতো অ্যাপ। তাই সংস্থার তরফে মনে করা হয়েছিল, অ্যাপের থেকে সংস্থার লোগো আলাদা হওয়া প্রয়োজন। আর ঠিক সেই কারণেই ফেসবুক সংস্থার নতুন লোগো হয় FACEBOOK। WhatsApp-এর ক্ষেত্রে ফেসবুকের লোগো লেখা হবে সবুজ রঙে, ইনস্টাগ্রামের ক্ষেত্রে তা হবে গোলাপি ও কমলা রঙের।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button