বিজ্ঞান ও প্রযুক্তি

শিশুদের জন্য অনলাইন গেম নিষিদ্ধ করলো চীন

চীনে আঠারো বছরের কম বয়স্কদের জন্য অনলাইন গেম নিষিদ্ধ করেছে সরকার। ভিডিও গেমের আসক্তি রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা বিবিসি’কে বলেন, ভিডিও গেমে আসক্তির ফলে শিশুরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। প্রতিদিন রাত ১০টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত অনলাইন গেমের উপর নিষেধাজ্ঞা থাকবে। তবে সাপ্তাহিক ছুটির দিনে তিন ঘণ্টা এবং অন্য দিনগুলোতে দেড় ঘণ্টা শিশুদের গেম খেলার সুযোগ দেওয়া হবে।

চীন বিশ্বের বৃহত্তম গেমিং মার্কেটগুলোর একটি। গবেষণা সংস্থা নিউজু’র মতে, চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গেমিং মার্কেট এবং চলতি বছর এই খাত আয়ের দিক থেকে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে।

উল্লেখ্য, শিশুদের স্বাস্থ্যের দিকটি বিবেচনা করে চীন অনলাইন গেমের ব্যাপারে এর আগেও বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। ২০১৮ সালে দেশটি একটি গেম নিয়ন্ত্রক প্রতিষ্ঠান স্থাপন করেছে। তাছাড়া ওই বছর নতুন গেম অনুমোদন নয় মাসের মতো বন্ধ রাখে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button