আইন-আদালত

দেশে প্রতি এক লাখ মানুষের জন্য বিচারক একজন: আইনমন্ত্রী

দেশের মানুষের তুলনায় বিচারকের সংখ্যা খুবই কম উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশে প্রতি এক লাখ মানুষের জন্য একজন বিচারক রয়েছেন। অন্যদিকে ভারতে ৫০ হাজার মানুষের জন্য একজন বিচারক আছেন।

সোমবার সংসদে জাতীয় পার্টির এমপি মুজিবুল হকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ইংল্যান্ডে ২০ হাজার এবং যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইতালিতে ১০ হাজার মানুষের জন্য একজন করে বিচারক রয়েছেন।

তিনি জানান, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশের উচ্চ ও নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৩৬.৪০ লাখ।

‘বিচারাধীন মামলা নিষ্পত্তিতে দেশে বিচারকের সংখ্যা অপর্যাপ্ত, এ কথা বলতে আমার কোনো দ্বিধা নেই,’ বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, আপিল বিভাগে ২২ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তির জন্য সাতজন বিচারপতি আছেন। অন্যদিকে হাইকোর্টের প্রায় ৪.৯১ লাখ মামলা নিষ্পত্তির জন্য বিচারক রয়েছেন ৯৭ জন।

আনিসুল হক বলেন, নিম্ন আদালতের প্রায় ৩১.২৮ লাখ মামলা নিষ্পত্তির জন্য বিচারক রয়েছেন ১৯৬৭ জন।

বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং মামলাজট হ্রাস করার জন্য বিচারকের সংখ্যা বাড়ানোসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন আইনমন্ত্রী।

‘অন্যান্য দেশের বিচার বিভাগের মতো জনসংখ্যার সাথে তুলনা করে বিচারকদের জন্য আরও পদ তৈরি করবে সরকার,’ বলেন তিনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button