আইন-আদালত

মিজান-এনামুলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে আদালত

ঘুষ কেলেঙ্কারির মামলায় বরখাস্ত হওয়া পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ও দুর্নীতি দমন কমিশন (দুদক) পরিচালক এনামুল বাছিরের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত।

রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ আসামিদের উপস্থিতিতে এই চার্জশিট গ্রহণ করেন। বিচারক পরবর্তী কার্যক্রমের জন্য মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ বদলির আদেশ দেন। একই সঙ্গে ৪ মার্চ চার্জ শুনানির তারিখ ধার্য করে দেন।

গত ১৯ জানুয়ারি ডিআইজি মিজান ও দুদক পরিচালক এনামুল বাছিরের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ।

৪০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ২০১৯ সালের ১৬ জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ বাদী হয়ে মামলা করেছিলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button