সারাদেশ

আজ ফিরছে সেন্টমার্টিনে আটকে পড়া ১২শ পর্যটক

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে টেকনাফ-সেন্টমার্টিন সমুদ্রপথে জাহাজ চলাচল বন্ধ থাকায় আটকে পড়া পর্যটকরা আজ ফিরবেন।

সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় টেকনাফ দমদিয়া ঘাট থেকে দ্বীপে আটকা পর্যটকদের ফেরত আনতে ফরহান, আটলান্টিক ক্রুজ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন তিনটি জাহাজ রওনা দিয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ বলেন, ‘দ্বীপে আটকা পড়া পর্যটকদের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখা হয়েছিল। তাদের থাকা খাওয়ায় ডিসকাউন্ট দেওয়া হয়েছিল। দুঃখের বিষয় দ্বীপের ৫০০ বাসিন্দা টেকনাফে আটকা পড়েছিল। কেউ তাদের খোঁজও নেয়নি।’

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘সোমবার সকালে তিনটি জাহাজ পাঠানো হয়েছে। বিকালে পর্যটকদের নিয়ে জাহাজগুলো টেকনাফ ঘাটে পৌঁছাবে।’

পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনের টেকনাফের ব্যবস্থাপক শাহ আলম বলেন, তার জাহাজে করে দ্বীপে ভ্রমণে গিয়ে আটকা পড়া পর্যটকদের আনতে টেকনাফ থেকে জাহাজ পাঠানো হয়েছে। পর্যটকরা বিকালে টেকনাফ পৌঁছাবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button