সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ আইন কমিশন প্রতিনিধি দলের মতবিনিময় সভা

জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে আইন কমিশনের ৫ সদস্যের একটি প্রতিনিধি
দলের বিভিন্ন আইন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
সোমবার বিকেল সাড়ে ৪টায় আইনজীবী সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে
আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে আইন বিষয়ক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই
সময় আইনজীবী সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদের সভাপতিত্বে
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদাণ করেন, আইন কমিশন
চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম খাইরুল হক এবং বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদাণ করেন, আইন কমিশনের সদস্য ও
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সাবেক চেয়ারম্যান বিচারপতি এ.টি.এম ফজলে
কবীর।
বক্তারা তাদের আলোচনায় পারিবারিক আদালত অধ্যাদেশ-১৯৮৫, নারী ও শিশু
নির্যাতন দমন আইন-২০০০, সাক্ষ্য ও বিচার কার্যক্রমে তথ্য প্রযুক্তি
ব্যবহার আইন-২০১৯ এবং ভূমি আইনের খসড়া আইনের আওতায় নারী ও শিশু দমন আইন,
বাল্যবিবাহ, পারিবারিক কলহ-বিরোধ ও জমিজমা সংক্রান্ত আইন বিষয়ে বিশদ
আলোচনা করেন।
এ সময় অনুষ্ঠানে আইন কমিশনের মহাসচিব মনিরুল হকের সঞ্চালনায় অন্যান্যের
মধ্যে কমিশনের বিশেষজ্ঞ গবেষক ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ইকবাল, আইন
কমিশনের মূখ্য গবেষণা কর্মকর্তা (জেলা জজ) মো. ফাউজুল আজিম, আইন কমিশনের
গবেষণা কর্মকর্তা (সিনিয়র সহকারী জজ) একেএম রকিবুল হাসান, অনুবাদ
কর্মকর্তা (সিনিয়র সহকারী জজ) মো. শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ও
দায়রা জজ লিয়াকত আলী মোল্লা, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোস্তফা কামাল,
পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী মো. জবদুল হক, জিপি আলী আওয়াল বাউল,
অ্যাডভোকেট সোলাইমান বিশু ও আব্দুল ওদুদসহ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন
আদালতের বিচারক ও বারের আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার সকালে কমিশন প্রতিনিধি দলটি নাচোল উপজেলা নির্বাহী
অফিসারের সম্মেলন কক্ষে স্থানীয় নৃ গোষ্ঠী সাঁওতালদের সাথে তাদের
পারিবারিক আইন ও ভূমি আইন নিয়ে মতবিনিময় করেন।
উল্লেখ্য, কমিশন প্রতিনিধি দলটি কমিশন কর্তৃক প্রস্তুতকৃত বিভিন্ন খসড়া
আইন বিষয়ে গবেষণা কাজে চাঁপাইনবাবগঞ্জ সফর করছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button