সারাদেশ

নতুন সড়ক আইন সম্পর্কে ঈশ্বরদীতে পুলিশের প্রচারণা

নতুন সড়ক পরিবহন আইন-১৮ সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে লিফলেট বিতরণ ও স্বল্প মূল্যে হেলমেট বিক্রি করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় লিফলেট বিতরণের মধ্য দিয়ে এ সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিণ ফারুকীর সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল হক।

পরে বাস, ট্রাক, মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোরিকশা চালকসহ পথচারীদের সামনে নতুন সড়ক আইনের বিভিন্ন দিক তুলে ধরেন পুলিশ সুপার। এ সময় নতুন সড়ক আইনের বিষয়ে সচেতন করতে সবার হাতে লিফলেট তুলে দেওয়া হয়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল হক বলেন, নতুন সড়ক আইন সম্পর্কে অনেকেই অবগত নয়। তাই প্রয়োজন এ আইন সম্পর্কে আগে সবাইকে সচেতন করা। আইন মানলেই সড়কে শৃঙ্খলা ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর নাজিমুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button